Header Ads

বিদ্যুৎ আর কারেন্ট এক কিনা ? পর্ব-০২

আমরা গত পর্বে বিদ্যুৎ  কি তা বুঝার চেষ্টা করেছিলাম । কিন্তু আমরা সম্পন্ন আলোচনা শেষ করতে পারিনি । আজ সম্পন্ন আলোচনা শেষ করব ইনশাল্লাহ্ ।

বিদ্যুৎ মূলত এক প্রকার শক্তি , যার উৎপত্তি পরমানুর চার্জের  আকর্ষন  বিকর্ষন বল থেকে । কোনো বস্তু ধনাত্মক অথবা ঋনাত্মকভাবে চার্জিত হলে উক্ত বস্তুর মধ্যে আকর্ষন বা বিকর্ষন বল বিরাজ করে যার ফলে উক্ত বস্তুটি একটি কাজ করার সামর্থ্য অর্জন করে । আর কাজ করার সামর্থ্য মানে শক্তি । উক্ত শক্তিকে মূলত বিদ্যুৎ বলা হয় । অর্থাৎ প্রোটন আর ইলেকট্রনের মধ্যকার আকর্ষন - বিকর্ষন বলের কারনে বিদ্যুতের উৎপত্তি । বিদ্যুৎ কে আবার মাঝে মধ্যে আকর্ষন - বিকর্ষন বল বলা হয় ।
আমরা মোটামুটিভাবে বুঝার চেষ্টা করলাম বিদ্যুৎ কি ?

এবার কারেন্ট কি বুঝার চেষ্টা করি  । কারেন্ট  (Current ) একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল প্রবাহ , বর্তমান । এখন আমরা যদি শুধু কারেন্ট বলি তাহলে বুঝব যে কোনো কিছুর প্রবাহ বা বর্তমানকে । তবে কারেন্ট দ্বারা ইলেকট্রিক্যাল রাশি বুঝানোর জন্য (electric current ) ইলেকট্রিক কারেন্ট বলা ভালো । যার বাংলা অর্থ দ্বারায় বিদ্যুৎ প্রবাহ বা বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহ । ইলেকট্রিক্যালের ভাষায় কারেন্ট বা তড়িৎ প্রবাহ হচ্ছে  “একক সময়ে ইলেকট্রন প্রবাহের হার ।”  অর্থাৎ একক সময়ে কি পরিমানে ঋনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে তা ।

এতক্ষন আমরা বিদ্যুৎ আর তড়িৎ প্রবাহ (কারেন্ট ) কি সংজ্ঞা ও ব্যাখ্যার মাধ্যমে বুঝার চেষ্টা  করলাম । এখন  রাশি দুটির মধ্যে পার্থক্য বুঝার চেষ্টা করব। আমরা জানি বিদ্যুৎ এক প্রকার শক্তি কিন্তু  কারেন্ট এক প্রকার শক্তি নয় । কারেন্ট সময়ের সাপেক্ষে ইলেকট্রনের উপর নির্ভর করে । কিন্তু বিদ্যুৎ তো আর সময়ের উপর নির্ভরশীল নয় । বিদ্যুৎ বলতে আমাদের সম্মিলিতভাবে তিনটি রাশির কথা মাথায় রাখতে হয় , তা হচ্ছে ভোল্টেজ , কারেন্ট  এবং রেজিস্ট্যান্স । উক্ত রাশি তিনটি ছাড়া বিদ্যুৎকে  কোনোভাবে পরিমাপ করা যায় না । অর্থাৎ কি পরিমান বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে , কি পরিমানের বিদ্যুৎ শক্তিকে অন্য  শক্তিতে রুপান্তর করা যায় বা যাবে ইত্যাদি । কিন্তু কারেন্টকে পরিমাপ বা পরিমান করতে চার্জ আর  সময়ের উপর নির্ভর করতে হয় । অন্য ইলেকট্রিক্যাল রাশির উপর নির্ভর না করলে হবে । কারন  I= q/t ।

আশা করি পর্ব-০১ ও পর্ব-০২  এর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝতে স্বচেষ্ট হব যে বিদ্যুৎ আর কারেন্ট বা বৈদ্যুতিক  প্রবাহ এক নয় । দুটি আলাদা রাশি যদি এই বিষয় আর কারো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ।



                      “ধন্যবাদ  সবাইকে , আল্লাহ আমাদের সহায় হউক ।”   



No comments

Theme images by konradlew. Powered by Blogger.