Header Ads

"Which is dangerous AC or DC?" Part-02

আমরা গতকাল “কোনটি বিপজ্জনক এসি নাকি ডিসি ?” নামের একটি পোস্ট দিয়েছিলাম । পোস্টটি দেওয়ার পর অনেকেই আমার ইনবক্সে এসে বলেছে যে , “আমরা আগে জানতাম ডিসি বিপজ্জনক ।  কিন্তু আমরা পোস্টটি পড়ার পর আমরা এখন  কনফিউজ আসলে কোনটি বিপজ্জনক ।”

ব্যবহারিক দিক থেকে বলা যায় অসাবধানতার কারনে দুটিই  খুব বিপজ্জনক । কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের পরিমানের উপর নির্ভর করে এসি বেশি বিপজ্জনক হয়ে উঠে । গত পোস্টে আমরা ফ্রিকুয়েন্সির মাধ্যমে তুলনা করে এসি কে বিপজ্জনক বলে সিদ্ধান্ত  নিয়েছি । এখন আরো কয়েকটি বিষয় বিবেচনা করে বলতে চাই আসলে কোনটি বিপজ্জনক ।

মানবদেহে যেকোন অঙ্গ বা পেশি কাজ করে ব্রেইন থেকে সিগন্যাল আসার পর । কিন্তু এসি কারেন্টে ফ্রিকুয়েন্সি থাকায় তা  মানবদেহের স্বাভাবিক সিগন্যালকে  বাধা প্রদান করে মানবদেহকে ব্রেইনের সিগন্যাল হতে বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রনহীন করে তুলে । কিন্তু ডিসি তে ফ্রিকুয়েন্সি না থাকায় তা করতে পারে না । যা ছিল আমাদের গত পোস্টের মূল বক্তব্য ।

এবার আসি মানবদেহে কত ভোল্টেজ বা কারেন্ট প্রবাহ হতে পারে ? ৮০ মিলি অ্যামপিয়ার কারেন্ট মেডিক্যাল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় । কিন্ত  আধুনিক ইলেকট্রিক্যাল বলে ৩০মিলি অ্যামপিয়ার  কারেন্ট প্রবাহ মানবদেহের জন্য নিরাপদ , যদি সার্কিট সম্পন্ন করে । ভোল্টেজের ক্ষেত্রে বলা যায় ৩০-৫০ ভোল্ট পর্যন্ত নিরাপদ । কিন্তু সার্কিট সম্পন্ন না হলে হাজার ভোর্টেজ বা হাজার অ্যামপিয়ার মানবদেহের জন্য কিছুই না ।

আমরা  জানি ডিসি তে পরিমাপ্য ভ্যালুই হচ্ছে সর্বোচ্চ ভ্যালু বা কার্যকারী অথবা  আরএমএস ভ্যালু ্। 
ডিসি তে সর্বোচ্চ ভোল্টেজ  V=220v  কার্যকারী ভোল্টেজও 220v । কিন্তু এসি তে কার্যকারী ভোল্টেজ আরএমএস ভ্যালু ২২০ ভোল্ট হলে সর্বোচ্চ ভোল্টেজ হবে (১.৪১৪২*২২০=৩১১ ভোল্ট) । সুতরাং দেখা যাচ্ছে ডিসি তে যে ২২০ ভোল্টে শক খাবে সে এসি তে একই ভোল্টেজে সর্বোচ্চ ৩১১ ভোল্ট পর্যন্ত শক খাবে যা তুলনা মূলকভাবে বেশি মারাত্নক । শকের কারনে ক্ষতির পরিমান  নির্ভর করবে কারেন্ট প্রবাহের উপর । আবার কারেন্ট প্রবাহের মাত্রা  নির্ভর করে ভোল্টেজের উপর । সুতরাং যার ভোল্টেজ বেশি তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি । 


                  " ধন্যবাদ সবাইকে , আল্লাহ আমাদের সহায় হউক ।"

No comments

Theme images by konradlew. Powered by Blogger.