Header Ads

কি বোর্ড এর স্পেশাল কী এর ব্যবহার

আমাদের দৈনন্দিন কাজে কম্পিউটার এর গুরুত্ব বলার কিছু নাই। যদিও কম্পিউটার শুরুতে গনন যন্ত্র হিসাবে এবং জটিল অংক ও হিসাব করার কাজে ব্যবহৃত হলেও; বর্তমান মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক। বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া উন্নত বেবস্থাপনা, উৎপাদন, গবেষণা, টেলিযোগাযোগ, প্রকাশনা কল্পনা করা যায় না। তাই কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডিভাইস, কীবোর্ডের কিছু কী নিয়ে কথা বলেতে চলেছি। আসা করি ভাল লাগবে,
1. Esc : এই কী এর সাহায্যে কোন নির্দেশ বাতিল করতে কাজে লাগে।

2. Tab : সহজ কথায় বলতে গেলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক স্থান অন্য স্থানে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। পর্দায় প্যারাগ্রাফ, কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কী ব্যবহার করা হয়।

3. Caps Lock : এই কী ব্যবহার করে ইংরেজী ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়। এছাড়াও বাংলা লেখায় উপরের ও নিচের বর্ণ লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।

4. Shift : এই কী কোন ফাইল সিলেক্ট করার কাজে লাগে, কোন কিছু আঁকতে গেলে লাইন সোজা করার কাজে লাগে। এছাড়াও একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট টাইপ করতে এই কী ব্যবহার করা হয়। যেমন : Naogaon, Badalgachi শব্দ দু’টি লিখতে প্রথম অরে শিফ্ট কী চেপে ধরে এবং পরের অর গুলো শিফ্ট কী ছেড়ে দিয়ে লিখতে হবে। আর বাংলা বর্ণমালা লেখার ক্ষেত্রে বিন্যাস্ত কী এর উপরের ও নীচের লেখা টাইপের জন্য এই কী ব্যবহার করা হয়। এছাড়া শিফ্ট কী এর সাথে ফাংশন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দেওয়া হয়। আরো অনেক ধরনের কাজ হয়ে থাকে এই কী দিয়ে।

5. Ctrl : এই কী এর সাথে কোন বিশেষ কী একসাথে চেপে ধরে বিভিন্ন কমান্ড দেওয়া হয়। যেমন: কপি করা (Ctrl+C) ,কাট করা (Ctrl+X), প্রিন্ট করা (Ctrl+P),

6. Alt : বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কী ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন কমান্ড তৈরী করা যায়। যেমন: (Alt+Tab), (Alt+F4),

7. Enter : কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কী ব্যবহার হয়। লেখা লেখির জন্য নতুন প্যারা তৈরী করতেও এই কী ব্যবহার করা হয়।
8
. Pause Break : কম্পিউটারে কোন লেখা যদি দ্রুত গতির জন্য পড়তে অসুবিধা হয় তা হলে এই কী চেপে তা পড়া যায়।

9. Print Screen: কম্পিউটারের পর্দার দৃশ্যত যা কছিু থাকে তা সব প্রিন্ট করত চাইলে এই কী ব্যবহার করতে হয়। Screenshot দেয়া যায়, (Print Screen বাটনে একবার চাপ দেয়ার পর MS Word file open করে শুধু (Ctrl+V) চাপলেই Screenshot টি দেখতে পাবেন)

10. Delete : কোন বাক্য, অর বা কোন লেখাকে মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়

11. Home : এই কী ব্যবহার করে কার্সরকে পাতার প্রথমে আনা হয়। লেখার ক্ষেত্রে কোন লাইনের শুরুতে আসা এবং (Ctrl+Home) চাপলে ডকুমেন্টের শুরুতে আসতে কাজে লাগে।

12. End : এই কী চাপলে কার্সর বা পয়েন্টার যেখানেই থাকুক না কেন টেক্স বা পাতার শেষে চলে আসবে। Home এর বিপরীত বাটন হিসেবে কাজ করে।

13. Page Up : এই কী ব্যবহার করে কার্সরকে উপরের দিকে উঠানো হয়।

14. Page Down : এই কী ব্যবহার করে কার্সরকে নীচের দিকে নামানো হয়।

15. Insert : কোন লেখার মাঝে কোন কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়, কিন্তু এই কী চেপে লিখলে তা পূর্ববর্তী বর্ণের উপরে ওভার রাইটিং হয়। কাজ শেষে আবার এই কী চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে।

16. Back Space : কোন লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়।

17. Space Bar : কী বোর্ডের কীগুলোর মধ্যে এই কী টি সবচেয়ে লম্বা কোন বাক্য লেখার সময় শব্দ গুলোর মাঝে ফাঁকা করার জন্য এই কী ব্যবহার করা হয়।

18. Num Look : এই কী চাপা থাকলে ডান দিকের কী গুলো চালু হয়।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.