অঙ্গীকার করা
অঙ্গীকার করা:-
*অঙ্গীকার এর অর্থ হল প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, সম্মতি, স্বীকৃতি ইত্যাদি।
১. যারা ভংগ করে আল্লাহর সাথে কৃত দৃঢ় অঙ্গীকার এবং ছিন্ন করে সম্পর্ক, যা আল্লাহ অক্ষুন্ন রাখতে নির্দেশ দিয়েছেন, আর ফাসাদ সৃষ্টি করে বেড়ায় পৃথিবীতে, তারাই ক্ষতিগ্রস্ত। [সূরা বাকারা-২৭]
২. আর তোমরা পূর্ণ করবে অঙ্গীকার। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে।[সূরা বানী ইসরাঈল-৩৪]
৩. যখন তোমরা পরস্পর আল্লাহর নামে ওয়াদা কর তখন তা পূর্ণ কর এবং আল্লাহকে জামিন করে নিজেদের কসম দৃঢ় করার পর তোমরা তা ভঙ্গ করনা। নিশ্চয়ই আল্লাহ জানেন, তোমরা যা কর।[সূরা নাহাল-৯১]
৪. তোমরা হয়োনা ঐ নারীর মতো, যে তার সূতা মযবূত করে পাকানোর পর তার পাক খুলে টুকরা টুকরা করে ফেলে। তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য নিজেদের কসমকে ব্যবহার করে থাক, যাতে একদল অন্যদল থেকে অধিক লভবান হয়। এ দিয়ে আল্লাহ তো শুধু তোমাদের পরীক্ষা করেন। অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের কাছে স্পষ্ট প্রকাশ করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে [সূরা নাহাল-৯২]
৫. এ বিষয়ে অন্যান্য সূরার আয়াতসমূহ দেখুন:[সূরা বাকারা-৪০,১৭৭, মায়িদা-১০৬,১০৭, নাহল-৯৫, নূর-২২, আলে ইমরান-৭৬,৭৭]
৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকবে, আর তা তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে। সাবধান! জনগণের শাসক হয়েও যে বিশ্বাসক্ষাতকতা করে তার চেয়ে বড় বিশ্বাসক্ষাতক আর নেই।[মুসলিম/৪৩৮১, ৪৩৮৮- আবু সাঈদ (রা:), বুখারী/৬৪৮২, তিরমিযী/১৫৮৭]
*অঙ্গীকার এর অর্থ হল প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, সম্মতি, স্বীকৃতি ইত্যাদি।
১. যারা ভংগ করে আল্লাহর সাথে কৃত দৃঢ় অঙ্গীকার এবং ছিন্ন করে সম্পর্ক, যা আল্লাহ অক্ষুন্ন রাখতে নির্দেশ দিয়েছেন, আর ফাসাদ সৃষ্টি করে বেড়ায় পৃথিবীতে, তারাই ক্ষতিগ্রস্ত। [সূরা বাকারা-২৭]
২. আর তোমরা পূর্ণ করবে অঙ্গীকার। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে।[সূরা বানী ইসরাঈল-৩৪]
৩. যখন তোমরা পরস্পর আল্লাহর নামে ওয়াদা কর তখন তা পূর্ণ কর এবং আল্লাহকে জামিন করে নিজেদের কসম দৃঢ় করার পর তোমরা তা ভঙ্গ করনা। নিশ্চয়ই আল্লাহ জানেন, তোমরা যা কর।[সূরা নাহাল-৯১]
৪. তোমরা হয়োনা ঐ নারীর মতো, যে তার সূতা মযবূত করে পাকানোর পর তার পাক খুলে টুকরা টুকরা করে ফেলে। তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য নিজেদের কসমকে ব্যবহার করে থাক, যাতে একদল অন্যদল থেকে অধিক লভবান হয়। এ দিয়ে আল্লাহ তো শুধু তোমাদের পরীক্ষা করেন। অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের কাছে স্পষ্ট প্রকাশ করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে [সূরা নাহাল-৯২]
৫. এ বিষয়ে অন্যান্য সূরার আয়াতসমূহ দেখুন:[সূরা বাকারা-৪০,১৭৭, মায়িদা-১০৬,১০৭, নাহল-৯৫, নূর-২২, আলে ইমরান-৭৬,৭৭]
৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকবে, আর তা তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে। সাবধান! জনগণের শাসক হয়েও যে বিশ্বাসক্ষাতকতা করে তার চেয়ে বড় বিশ্বাসক্ষাতক আর নেই।[মুসলিম/৪৩৮১, ৪৩৮৮- আবু সাঈদ (রা:), বুখারী/৬৪৮২, তিরমিযী/১৫৮৭]
No comments