Header Ads

বাংলাদেশ ড্র' করবে অথবা জিতবে...

ওয়েলিংটনে স্বপ্নের মতো একটা দিন শেষে শুরু হয়ে গেছে নানা সমীকরণ। অথচ টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাত্র শেষ হয়েছে।
 রোমাঞ্চ আরো অনেক বাকি! কিন্ত বাংলাদেশ এরইমধ্যে নিজেদের নিয়ে গেছে ঈর্ষণীয় এক উচ্চতায়। বিশেষ করে সাকিব আল হাসানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি আর মুশফিকুর রহীমের ১৫৯ রান পাল্টে দিয়েছে দৃশ্যপট।



স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুলও।
জাতীয় দলের সাবেক অধিনায়কের আত্মবিশ্বাস, 'এখানে দাঁড়িয়ে টেস্ট হারবে না বাংলাদেশ।
আশরাফুল মনে করেন শুক্রবার ১৫৯ রানে মুশফিকের ফিরে যাওয়াতে আছে দুর্ভাগ্যের ছোঁয়া! তবে প্রত্যাশার লাগামটাও টেনে রাখছেন সাবেক এই অধিনায়ক।
তার বিশ্বাস- ওয়েলিংটন টেস্টে ঠিক পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.