অহংকার করা
অহংকার করা:-
১. তুমি অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিবেনা মানুষ থেকে এবং বিচরণ করবেনা পৃথিবীতে অহংকার ভরে, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেননা কোন দাম্ভিক, অহংকারীকে। [সূরা লুকমান-১৮]
২. আর তুমি মধ্যপন্থা অবলম্বন করবে তোমার চলনে এবং নিচু করবে তোমার কণ্ঠস্বর।নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বরই নিকৃষ্ঠ।[সূরা লুকমান-১৯]
৩. আর তুমি বিচরণ করবেনা পৃথিবীর দম্ভভরে, কেননা তুমি তো কখনো বিদীর্ণ করতে পারবেনা যমীনকে, আর না তুমি হতে পারবে পর্বত সমতুল্য উচ্চতায়।[সূরা বানী ইসরাঈল-৩৭]
৪. এ বিষয়ে অন্যান্য সূরার আয়াতসমূহ দেখুন: [সূরা: কাসাস-৭৬, হাদীদ-২৩, আরাফ-১৪৬]
৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: ইজ্জত সম্মান আল্লাহর ভূষণ এবং অহংকার তাঁর চাদর।(আল্লাহ বলেন) যে ব্যক্তি এ ব্যাপারে আমার সংগে ঝগড়ায় অবতীর্ণ হবে আমি তাকে অবশ্যই শাস্তি দিব। [মুসলিম/৬৪৪১-আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরা (রা:)]
৬. অহমিকা হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষের ঘৃণা করা।[ মুসলিম/১৬৭-আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা:), আবু দাউদ/৪০৪৮]
৭. যার আন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবেনা্।আর যে ব্যক্তি আন্তরে সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে সেও জান্নাতে প্রবেশ করবেনা।[মুসলিম/১৬৮-আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা:), তিরমিযী/২০০৪] ৮. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: মহান আল্লাহর বিধান হল, দুনিয়ায কোন জিনিস যখন বেড়ে যযায় তখন তিনি তা কমিয়ে দেন। [আবু দাউদ/৪৭২৮-আনাস (রা:)]
১. তুমি অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিবেনা মানুষ থেকে এবং বিচরণ করবেনা পৃথিবীতে অহংকার ভরে, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেননা কোন দাম্ভিক, অহংকারীকে। [সূরা লুকমান-১৮]
২. আর তুমি মধ্যপন্থা অবলম্বন করবে তোমার চলনে এবং নিচু করবে তোমার কণ্ঠস্বর।নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বরই নিকৃষ্ঠ।[সূরা লুকমান-১৯]
৩. আর তুমি বিচরণ করবেনা পৃথিবীর দম্ভভরে, কেননা তুমি তো কখনো বিদীর্ণ করতে পারবেনা যমীনকে, আর না তুমি হতে পারবে পর্বত সমতুল্য উচ্চতায়।[সূরা বানী ইসরাঈল-৩৭]
৪. এ বিষয়ে অন্যান্য সূরার আয়াতসমূহ দেখুন: [সূরা: কাসাস-৭৬, হাদীদ-২৩, আরাফ-১৪৬]
৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: ইজ্জত সম্মান আল্লাহর ভূষণ এবং অহংকার তাঁর চাদর।(আল্লাহ বলেন) যে ব্যক্তি এ ব্যাপারে আমার সংগে ঝগড়ায় অবতীর্ণ হবে আমি তাকে অবশ্যই শাস্তি দিব। [মুসলিম/৬৪৪১-আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরা (রা:)]
৬. অহমিকা হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষের ঘৃণা করা।[ মুসলিম/১৬৭-আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা:), আবু দাউদ/৪০৪৮]
৭. যার আন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবেনা্।আর যে ব্যক্তি আন্তরে সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে সেও জান্নাতে প্রবেশ করবেনা।[মুসলিম/১৬৮-আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা:), তিরমিযী/২০০৪] ৮. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: মহান আল্লাহর বিধান হল, দুনিয়ায কোন জিনিস যখন বেড়ে যযায় তখন তিনি তা কমিয়ে দেন। [আবু দাউদ/৪৭২৮-আনাস (রা:)]
No comments