Header Ads

লোগো ডিজাইন

আজকের বিষয় “লোগো ডিজাইন” চলুন শুরু করা যাক......
লোগো ডিজাইন মূলত গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ।লোগো ডিজাইন করতে হলে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে,গ্রাফিক্স ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যার গুলোর জানতে হবে।

আসলে লোগো ডিজাইন কি?
কোনো প্রতীক বা চিহ্ন দেখলেই যদি চোখের সামনে সেই কোম্পানীর চেহারা ভেসে উঠে সেটাই হচ্ছে সার্থক লোগো।
লোগো একটি শব্দ বা ইমেজের মাধ্যমে এক সাথে একটি কোম্পানী, দেশ, জাতি বা ব্যাক্তিত্ব সহ অনেক কিছুই প্রকাশ করতে সক্ষম।
ডিজাইন করবো কিভাবে?
ডিজাইন করতে যা করতে হবে,এমন নয় যে ডিজাইন দেখতে সুন্দর এমন একটি লোগো বানাবেন।আপনি যে প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করতে চান, আপনাকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে।কি ধরনের প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান ভেদে এর ডিজাইন আলাদা হয়ে থাকে।প্রতিষ্ঠানের ধরনের উপর নিভর করে, লোগোর কালার আলাদা হয়ে থাকে। এছাড়াও আরো বিভিন্ন বিষয়াদি মাথায় রেখে ডিজাইন করতে হয়।

ডিজাইন শিখবো কোথায়?
শিখার ক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তা ভাবনা থাকতে হবে।আর গ্রাফিক্স ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যার গুলোর কাজ জানতে হবে।সেক্ষেত্রে আপনাকে গ্রাফিক্স ডিজাইনে উপর কোর্স্ করতে হবে। আশা করি উপরোক্ত আলোচনা মাধ্যমে বিষয়টি বুঝতে পেরেছেন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.