আগে ড্রয়ের ভাবনাই টিম বাংলাদেশের
গল টেস্টের চতুর্থ দিন শেষে ৩৯০ রানে পিছিয়ে বাংলাদেশ। ৪৫৭ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ টাইগারদের। সৌম্য সরকার ৫৩ ও তামিম ইকবাল অপরাজিত ১৩ রানে। তা কি ফল হতে যাচ্ছে দু্ই টেস্টের সিরিজের প্রথমটিতে? অতি স্বপ্নবিলাসী টাইগার ভক্তরা জয়ের কথা বলততেই পারেন। কিন্তু বাস্তবতার নিরিখে ভাবলে টেস্ট ড্র কারাটাই কি কঠিন নয় বাংলাদেশের জন্য? সাকিব আল হাসান কিন্তু বলছেন গলে জয়টা আপাতত দূরের স্বপ্নই। বরং আগে ড্রয়ের ভাবনাই টিম বাংলাদেশের।
শুক্রবার চতুর্থ দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন সাকিব। তিন সংস্করণেই বিশ্ব সেরা অলরাউন্ডার এ সময় জানান পঞ্চম দিনে নিজেদের লক্ষ্য নিয়ে। সাকিব বলেন, ‘আমরা কীভাবে দিনটা শুরু করতে পারি তার ওপরই সব নির্ভর করবে। ম্যাচে সবচেয়ে সম্ভাব্য ফল হতে পারে ড্র। কারণ এখনো ১০ উইকেট আছে আমাদের। সামর্থের সেরাটা খেলতে পারলে ড্র করা সম্ভব।’
চার বছর আগে গলেই শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করার স্মৃতি আছে টাইগারদের। সেবার প্রথম ইনিংসে স্বাগতিকদের ৫৭০ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে ৬৩৮ রান। তারও এক বছর পর চট্ট্রগ্রামেও ড্র করার কৃতিত্ব আছে বাংলাদেশের। আছে ২০০৮ সালে চতুর্থ ইনিংসে ৪১৩ রান করার কীর্তি। যদিও সেই ম্যাচ জিতে নিয়েছিল লঙ্কানরা। গল টেস্টে ড্র করতে হলে এমন কিছুই করতে হবে মুশফিকুর রহীমের দলকে। সাকিবের কথায় তেমন লক্ষ্যেরই আভাস যেন।
প্রথম ইনিংসে ২৩ রান করা সাকিব বলছেন, ‘প্রথম সেশনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দুই তিনটা ভালো জুটি দরকার। সেটা হলে এই টেস্ট ড্র অসম্ভব নয়।’
শুক্রবার চতুর্থ দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন সাকিব। তিন সংস্করণেই বিশ্ব সেরা অলরাউন্ডার এ সময় জানান পঞ্চম দিনে নিজেদের লক্ষ্য নিয়ে। সাকিব বলেন, ‘আমরা কীভাবে দিনটা শুরু করতে পারি তার ওপরই সব নির্ভর করবে। ম্যাচে সবচেয়ে সম্ভাব্য ফল হতে পারে ড্র। কারণ এখনো ১০ উইকেট আছে আমাদের। সামর্থের সেরাটা খেলতে পারলে ড্র করা সম্ভব।’
No comments