Header Ads

নিউজিল্যান্ড নয় বাংলাদেশের জেতার সম্ভাবনাই বেশি

ক্রিকেট ম্যাচের বাঁকে বাঁকে রোমাঞ্চ। একেবারে পানসে হয়ে উঠা ম্যাচেও কখন কি চমক লুকিয়ে থাকে কেউ বলতে পারেনা আগে থেকে। তাইতো ক্রিকেটকে বলা হয় 'গৌরবময় অনিশ্চয়তার খেলা'। তবে ওয়েলিংটন টেস্ট নিয়ে ঠিকই সিদ্ধান্তে এসে গেছেন বিশ্লেষকরা! তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলে ২৯২ রান।
তারও আগে ৮ উইকেটে ৫৯৫ রান নিয়ে ১ম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এখনো কিউইরা পিছিয়ে ৩০৩ রানে।



পরিকল্পনাতে খেলতে পারলে অার যাই হোক, টেস্ট হারবে না টাইগাররা। তাতে ওয়ানডে আর টি-টুয়েন্টিতে হারানো আত্মবিশ্বাসটাও ফিরে পাবেন সাকিব-মুশফিকরা! দ্বিতীয় টেস্টেতেখন আরো ভালো করার প্রেরণা থাকবে খুব।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.